ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

পেরুতে ৭ দশমিক ৫ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে আঘাত হেনেছে শক্তিশালী মাপের ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৫।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রবিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সকালে দেশটির বারানসা শহর থেকে ৪২ কিলোমিটার (২৫ মাইল) দূরে কম্পনটি অনুভূত হয়।


প্রাথমিকভাবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো জানা যায়নি। ভূমিকম্পের সময় পেরুর রাজধানী লিমা থেকেও কম্পন অনুভূত হয়েছে।


এবারের ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১১২ দশমিক ৫ কিলোমিটার (প্রায় ৬০ মাইল) গভীরে। ইউরো-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার টুইট বার্তায় জানিয়েছে, আমাজন রেইনফরেস্টের যে অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে সেখানে জনসংখ্যা খুবই কম।


এ দিকে মার্কিন সুনামি সতর্কতা বিভাগ বলছে, পেরুর ওই ভূমিকম্প থেকে এখন পর্যন্ত সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।


উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে প্রতি বছরই পেরুতে প্রায় ডজন খানেক ভূমিকম্প আঘাত হানে।

ads

Our Facebook Page